Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০২২

বিআইডব্লিউটিএ এর উদ্যোগে পদ্মা সেতু তীরে নির্মিত হলো দেশের প্রথম বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ভাস্কর্য।


প্রকাশন তারিখ : 2022-03-14

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া এলাকায় পদ্মা সেতু তীরে নির্মিত হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচার উপর নির্মিত দেশের প্রথম ভাস্কর্য। আজ রোববার (১৩ মার্চ) নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই ভাস্কর্য উদ্বোধন করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ বিআইডব্লিউটিএ এর উদ্যোগে এটি নির্মাণ করা হয়। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, বঙ্গবন্ধুর বইগুলো পড়তে নতুন প্রজন্ম যাতে আগ্রহী হয়ে সে লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়েছে।

ভাস্কর্যটি ঘিরে পদ্মা সেতু দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছাস। নতুন এই ভাস্কর্যটি উন্মোচনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনা আরও সমাদৃত হবে এই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।

 

ছবি দেখুন...